(কাল্পনিক us-is)
আমেরিকান সরকার একটি গুন্ডাবাহিনী বানাবে বলে সিদ্ধান্ত নিল। যার নাম আগে থেকেই ঠিক করা ছিল। আমেরিকার সংক্ষিপ্ত "us" হবে দলটির নাম। কিন্তু মাঝে লাগলো একটা কেরফা। দলটা যেহেতু ইন্টারন্যাশনাল হবে তাই ইন্টারন্যাশনাল গুন্ডা বাহিনী রেজিস্টার অফিসে (ইসরাইলে) রেজিস্টার করার সময় টাইপিংয়ে "us" এর "u" জায়গায় কিবোর্ড-এ "u" এর পারশবরতী অক্ষর "I" এ চাপ পরছে।
দল গঠন হয়ে গেল। কিন্তু "us" না হয়ে নাম হয়ে গেল "is".
আর সাথে সাথে "I" এর মানে করা হল ইসলাম।
এক ঢিলে কয়েক পাখি।
(বি:দ্র: এই দলটি দিয়ে আমেরিকা যেকোন দেশকে সন্ত্রাসী হামলার নাটকে জড়িয়ে সন্ত্রাসী আক্রান্ত দেশ হিসেবে ব্ল্যাকমেইল করার চেষটা করে। যার ফলে সেই দেশের শাসকগোষ্ঠী হয়রানীর শিকার হয়ে আমেরিকার নিকট মাথানত করতে বাধ্য হয়। আর পাশাপাশি ইসলামকেও কালার করা হয়।
আমেরিকান সরকার একটি গুন্ডাবাহিনী বানাবে বলে সিদ্ধান্ত নিল। যার নাম আগে থেকেই ঠিক করা ছিল। আমেরিকার সংক্ষিপ্ত "us" হবে দলটির নাম। কিন্তু মাঝে লাগলো একটা কেরফা। দলটা যেহেতু ইন্টারন্যাশনাল হবে তাই ইন্টারন্যাশনাল গুন্ডা বাহিনী রেজিস্টার অফিসে (ইসরাইলে) রেজিস্টার করার সময় টাইপিংয়ে "us" এর "u" জায়গায় কিবোর্ড-এ "u" এর পারশবরতী অক্ষর "I" এ চাপ পরছে।
দল গঠন হয়ে গেল। কিন্তু "us" না হয়ে নাম হয়ে গেল "is".
আর সাথে সাথে "I" এর মানে করা হল ইসলাম।
এক ঢিলে কয়েক পাখি।
(বি:দ্র: এই দলটি দিয়ে আমেরিকা যেকোন দেশকে সন্ত্রাসী হামলার নাটকে জড়িয়ে সন্ত্রাসী আক্রান্ত দেশ হিসেবে ব্ল্যাকমেইল করার চেষটা করে। যার ফলে সেই দেশের শাসকগোষ্ঠী হয়রানীর শিকার হয়ে আমেরিকার নিকট মাথানত করতে বাধ্য হয়। আর পাশাপাশি ইসলামকেও কালার করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন