শনিবার, ২ জুলাই, ২০১৬

প্রতিবেশী গরীব হলেই যাকাত দেয়া যাবে না
একজন আমাকে বললেন, "আমার বাড়ীর পাশে একজন
গরীব প্রতিবেশী আছে যাকে সব সময় যাকাত দিয়ে
আসছি। এবার না দিলে ব্যাপারটা কেমন দেখাবে
না?"
আসলে শরীয়তের সূক্ষ বিচার অনুযায়ী এ ব্যাক্তির
যাকাত আদায় হবে না। বলা হয়, যদি অন্ধকার
রাত্রিতে একটি কালো পাথরের উপর একটি কালো
পিঁপড়া থাকে তারপরেও সেটা দেখা যেতেও পারে
কিন্তু রিয়া (লোক দেখানো) মানুষের অন্তরে
তারচেয়েও সূক্ষভাবে অবস্থান করে।
"ইতাউয যাকাত" শব্দের অর্থ যাকাত আদায় করা ও
হক স্থানে প্রদান করা। যাকাতের টাকার মালিক
যাকাত দাতা নন বরং যাকে দেবেন তিনি অর্থাৎ
গ্রহিতা। ফলে গ্রহিতার যোগ্যতা কেমন হবে তার
বর্ণনা শরীয়ত দিয়েছেন।
১) যেমন তার আকিদা বিশুদ্ধ হতে হবে
২) ফাসিক হওয়া যাবে না অর্থাৎ পরহেযগার-মুত্তা
কী হতে হবে
৩) যাকাত খাওয়ার উপযুক্ত হতে হবে।
গরীব প্রতিবেশী সব সময় গরীব নাও থাকতে পারে।
ফলে তাকে আগে যাকাত দেয়া হয়েছে বলে সব-সময়
দিতে হবে তা সত্য নয়।
আরেকটু খোলাশা করলে ব্যাপারটা এমন দাঁড়ায় যে
এবার না দিলে সে ব্যক্তি তার সমালোচনা করতে
পারে। তাহলে দেখা গেল যাকাত দেয়া হল নিন্দার
ভয়ে। ফলে যাকাত আদায় হবে না। তাকে এমন স্থান
খুজে বের করতে হবে যেখানে যাকাত দিলে আদায়
হবে এবং যাকাত দেবার তা উত্তম স্থান।
কেউ কেউ আছে বছর বছর যাবত গ্রামের মানুষদের
যাকাত দিয়ে আসছে ফলে তাদের এবারেও যাকাত
দিতে হবে। এই দেয়া যদি তাদের পারাবারিক
ঐতিহ্য হয় তবে সেটাও লোক দেখানো। মানুষ কে
এখান থেকে সরে আসতে হবে। কারণ এটাও রিয়া বা
লোক দেখানো।
অনেক মানুষকে বলতে শুনেছি আমার দেশের
বাড়ীতে মসজিদ মাদরাসা আছে সেখানে যাকাত
দেই। কেবল মসজিদ -মাদ্রাসা হলেই যাকাত দেয়া
যাবে না। লিল্লাহ বোর্ডিং বা এতিমখানা
থাকতে হবে।
সেদিন আমাকে একজন বললো, যাকাতের কাজ করতে
গিয়ে তাকে শুনতে হয়েছে , "মাদরাসায় আরবী
সেখানো হয়। আরবী কেবল একটি ভাষা। আসলে
মাদ্রাসায় কি রিসোর্স তৈরি হচ্ছে? এরাতো কিছু
শিখছে না। " । আমি বললাম সেই ব্যাক্তির কাছ
থেকে জানা দরকার ছিল কোনটা কে সে রিসোর্স
বলছে? ডাক্তার হওয়া? ইঞ্জিনিয়ার হওয়া,
ফার্মাসিস্ট হওয়া? তা দেশে অনেক আছে। কিন্তু
প্রকৃত ওলী আল্লাহ কয়জন আছে? তবে হ্যা একটি
বিষয় স্বীকার করে নিচ্ছি আমাদের দেশে অনেক
তথাকথিত মাদ্রসা আছে যেখানে কোন শিক্ষা
নেই, আছে কেবল দুর্নীতি। সেখানে অবশ্যই যাকাত
দেয়া যাবে না। তবে এটা মনে রাখতে হবে হক
স্থান অবশ্যই আছে আর তা খুজে বের করতে হবে
আপনাকেই আপনার নিজের যাকাত দেবার স্বার্থে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন