শনিবার, ২ জুলাই, ২০১৬

এক বেদুঈনের পঁচিশ টি প্রশ্ন এবং নূরে মমুজাচ্ছাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উত্তর।

এক বেদুঈনের পঁচিশ টি প্রশ্ন এবং নূরে মমুজাচ্ছাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উত্তর। (সময় থাকলে পড়তে পারেন। জীবন পরিচালনায় সহায়ক হতে পারে।)
---------------------------------------------------------
প্রশ্ন: আমি সম্পদশালী হতে চাই?
উত্তর: অল্পে তুষ্টি গ্রহণ করো, সম্পদশালী হয়ে যাবে।

প্রশ্ন: আমি সবচেয়ে বড় আলেম হতে চাই?
উত্তর: খোঁদা-ভীরুতা অবলম্বন করো, আলেম হয়ে যাবে।

প্রশ্ন: সম্মানী হতে চাই?
উত্তর: মানুষের কাছে হাত পাতা ত্যাগ করো, সম্মানী হয়ে যাবে।

প্রশ্ন: ভালো মানুষ হতে চাই?
উত্তর: মানুষের উপকার করো।

প্রশ্ন: ন্যায়পরায়ণ হতে চাই?
উত্তর: নিজের জন্য যা ভালো মনে করো, অন্যের জন্যও তা পছন্দ করো।

প্রশ্ন: ক্ষমতাবান হতে চাই?
উত্তর: আল্লাহ তায়ালার উপর ভরসা করো।

প্রশ্ন: আল্লাহ তায়ালার দরবারে বিশেষ মর্যাদাপ্রাপ্ত হতে চাই?
উত্তর: অধিক পরিমাণে জিকির করো।

প্রশ্ন: রিযিকের প্রশস্ততা চাই?
উত্তর: সর্বদা অজু অবস্থায় থাকো।

প্রশ্ন: দোয়া ক্ববুল হোক এমনটি চাই?
উত্তর: হারাম খাবার থেকে বেঁচে থাকো।

প্রশ্ন: পরিপূর্ণ ইমানদার হতে চাই?
উত্তর: উত্তম স্বভাব বিশিষ্ট হয়ে যাও।

প্রশ্ন: ক্বিয়ামত দিবসে পাপমুক্ত অবস্থায় আল্লাহ তায়ালার সাথে সাক্ষাত করতে চাই
উত্তর: জানাবতের পর তৎক্ষণাৎ গোসল করে ফেলো।

প্রশ্ন: অধিক গোনাহ থেকে বাঁচতে চাই?
উত্তর: অধিক পরিমাণে ইস্তিগফার পড়ো।

প্রশ্ন: ক্বিয়ামত দিবসে আলোর মাঝে থাকতে চাই?
উত্তর: অন্যায় অবিচার ত্যাগ করো।

প্রশ্ন: আমি চাই, মহ্ন আল্লাহ তায়ালা তিনি যেন আমার উপর অনুগ্রহ করেন?
উত্তর: মহান আল্লাহ তায়ালা উনার বান্দাদের উপর অনুগ্রহ করো।

প্রশ্ন: আমি চাই, আল্লাহ তায়ালা তিনি যেন আমার ত্রুটিসমূহ গোপন রাখেন?
উত্তর: মানুষের দোষ ত্রুটি গোপন রাখো।

প্রশ্ন: অপদস্থ হওয়া থেকে বাঁচতে চাই?
উত্তর: ব্যভিচার হতে বেঁচে থাকো।

প্রশ্ন: আমি মহান আল্লাহ তায়ালা এবং উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের প্রিয়ভাজন হতে চাই?

উত্তর: যে মহান আল্লাহ পাক এবং উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের প্রিয়ভাজন হয়েছে উনাদেরকে তোমার প্রিয়ভাজন বানিয়ে ফেলো।

প্রশ্ন: মহান আল্লাহ তায়ালা উনার অনুগত বান্দা হতে চাই?
উত্তর: তোমার উপর অর্পিত দ্বীনী দায়িত্ব সমূহ গুরুত্ব সহকারে আদায় করো।

প্রশ্ন: এহসান-কারী হতে চাই?
উত্তর: এমনভাবে মহান আল্লাহ তায়ালা উনার ইবাদত করো যেন তুমি উনাকে দেখছো অথবা তিনি তোমাকে দেখছেন।

প্রশ্ন: হে আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন বস্তুসমূহ গোনাহ দূরীভূত করে?
উত্তর: অশ্রু, অক্ষমতা, অসুস্থতা।

প্রশ্ন: কোন বস্তু দোজখের অগ্নি নির্বাপণ করে?
উত্তর: দুনিয়ার বিপদাপদে ধৈর্যধারণ।

প্রশ্ন: মহান আল্লাহ পাক উনার রাগ কোন বস্তু শীতল করে?
উত্তর: গোপনে দান করা এবং সহানুভূতি প্রদর্শন।

প্রশ্ন: সবচেয়ে অধিক মন্দ-কাজ কী?
উত্তর: মন্দ চরিত্র এবং কৃপণতা।

প্রশ্ন: সবচেয়ে অধিক ভালো কাজ কী?
উত্তর: উত্তম চরিত্র,বিনয় এবং ধৈর্য।

প্রশ্ন: মহান আল্লাহ পাক উনার গোস্বা থেকে বাঁচতে চাই?
উত্তর: মানুষের উপর গোস্বা করা ছেড়ে দাও।
- কানযুল উম্মাল শরীফ

সংগৃহীত ও সংশোধনকৃত।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন