মু’মিন-মুসলমান হতে হলে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের অনুসরণেই হতে হবে এতদ্ব্যতীত মু’মিন মুসলমান হওয়ার জন্য বিকল্প কোনো ব্যবস্থা নেই
মহান আল্লাহ পাক তিনি উনার কালাম পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করে জানিয়েছেন যে, কেউ মু’মিন-মুসলমান হতে হলে তাকে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের ন্যায় ঈমান আনার জন্য এবং উনাদেরকে উত্তমভাবে অনুসরণ করতে বলেছেন। এখন যদি কেউ নিজেকে মু’মিন-মুসলমান বলে মনে করে, মুসলমান বলে পরিচয় দেয়, তাহলে সে দাড়ী মু-ন করতে পারবে না। দাড়ী রাখতে হবে, সাদা সুতী কাপড়ের গোল টুপি পরতে হবে। পাগড়ী পরতে হবে, সেলাইবিহীন লুঙ্গি পরতে হবে অথবা সেলোয়ার পরতে হবে। নিসফুসাক কোণাবন্ধ কোর্তা বা পাঞ্জাবী পরতে হবে। চাদর ব্যবহার করতে হবে। কেননা এসব লেবাস বা পোশাকই হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা পরতেন। উনারা কেউই দাড়ি মু-ন করেননি, টুপি পাগড়ী ব্যতীত চলা-ফেরা করেননি। উনারা কেউই প্যান্ট, শার্ট, কোর্ট, টাই ইত্যাদি পরিধান করেননি। মোট কথা, উনারা কোনো বিধর্মী-বিজাতীয়দের লেবাস বা পোশাক পরিধান করেননি, বরং উনারা ঐ সম্মানিত লেবাস বা পোশাক পরিধান করতেন, যেই সম্মানিত লেবাস বা পোশাক স্বয়ং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পরিধান করেছিলেন। সুবহানাল্লাহ
মহান আল্লাহ পাক তিনি উনার কালাম পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করে জানিয়েছেন যে, কেউ মু’মিন-মুসলমান হতে হলে তাকে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের ন্যায় ঈমান আনার জন্য এবং উনাদেরকে উত্তমভাবে অনুসরণ করতে বলেছেন। এখন যদি কেউ নিজেকে মু’মিন-মুসলমান বলে মনে করে, মুসলমান বলে পরিচয় দেয়, তাহলে সে দাড়ী মু-ন করতে পারবে না। দাড়ী রাখতে হবে, সাদা সুতী কাপড়ের গোল টুপি পরতে হবে। পাগড়ী পরতে হবে, সেলাইবিহীন লুঙ্গি পরতে হবে অথবা সেলোয়ার পরতে হবে। নিসফুসাক কোণাবন্ধ কোর্তা বা পাঞ্জাবী পরতে হবে। চাদর ব্যবহার করতে হবে। কেননা এসব লেবাস বা পোশাকই হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা পরতেন। উনারা কেউই দাড়ি মু-ন করেননি, টুপি পাগড়ী ব্যতীত চলা-ফেরা করেননি। উনারা কেউই প্যান্ট, শার্ট, কোর্ট, টাই ইত্যাদি পরিধান করেননি। মোট কথা, উনারা কোনো বিধর্মী-বিজাতীয়দের লেবাস বা পোশাক পরিধান করেননি, বরং উনারা ঐ সম্মানিত লেবাস বা পোশাক পরিধান করতেন, যেই সম্মানিত লেবাস বা পোশাক স্বয়ং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পরিধান করেছিলেন। সুবহানাল্লাহ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন