মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬

এসআই বেণু চন্দ্র দাস প্রথম মসজিদের ভেতর গুলি ছুড়ে। এবং সে গুলিতে মসজিদের ভেতর নামাজরত মুসল্লী আহত হন।

সিলেটে মুসল্লীদের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় একটি নাম অনেকের মুখেই শোনা যাচ্ছে, তা হলো- এসআই বেনু চন্দ্র দাস এর নাম।
প্রত্যক্ষদর্শীরা বলছে-
১) এসআই বেণু চন্দ্র দাস প্রথম মসজিদের ভেতর গুলি ছুড়ে। এবং সে গুলিতে মসজিদের ভেতর নামাজরত মুসল্লী আহত হন।
২) বেণু চন্দ্রই ইসকনীদের একত্র করে ইট-পাটকেল ছুড়তে বলে ।
৩) ঐ দিন বেণু চন্দ্রের নেতৃত্বে পুলিশ হামলা অব্যাহত রাখে এবং মুসলমানদের গণগ্রেফতার করে।
আমি একটা বিষয় দেখে অবাক হই-
ইসকনীদের মন্দিরে ঢিল ছুড়েছে দেখে ২০০০ জনের বিরুদ্ধে মামলা হয়ে গেছে, কিন্তু মসজিদের ভেতর গুলি ছুড়ার পরও কোন মামলা হয়নি। তারমানে মুসলমানদের কাছে মসজিদের মূল্য কি হিন্দুদের মন্দিরের থেকেও কম ?
সিলেটি মুসলমানরা কি কাপুরুষ ? এই প্রশ্ন এখন অনেকেরই...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন