বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬

মানুষ এতো দুনিয়াদার হয়ে গেছে যে, পবিত্র ইবাদত হজ্জ,কুরবানী নিয়েও খেল-তামাসা করে থাকে যেমন:- সেলফি তোলে,হারাম ছবি তোলে,বেপর্দা হয়। এরা ইবাদতকেও খেল-তামাসায় পরিণত করেছে!! নাউযুবিল্লাহ!!!

মানুষ এতো দুনিয়াদার হয়ে গেছে যে, পবিত্র ইবাদত হজ্জ,কুরবানী নিয়েও খেল-তামাসা করে থাকে যেমন:- সেলফি তোলে,হারাম ছবি তোলে,বেপর্দা হয়। এরা ইবাদতকেও খেল-তামাসায় পরিণত করেছে!! নাউযুবিল্লাহ!!!
মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই হজ্জ করতে চাইলে সেলফি তুলে,ছবি তুলে ও বেপর্দা হয়ে হজ্জ করা যাবে না, ইর যদি লোক দেখানোর জন্য হয়
তাহলে হজ্জ্ব কেন করবে::মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, তোমরা মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই হজ্জ ও উমরাহ আদায় করো। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি ওই সকল আমল কবুল করেন না যা খালিছভাবে উনার জন্য করা হয় না। হজ্জ, উমরাহ ও রওজা শরীফ যিয়ারত প্রত্যেকটাই মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করতে হবে।
কাদের উপর হজ্জ ফরয :মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, “যাদের পথ ও ঈমান-আমল-এর নিরাপত্তা ও আর্থিক সঙ্গতি রয়েছে তাদের উপর আল্লাহ পাক উনার জন্য হজ্জ করা ফরয।”
হজ্জ কেন করবে: মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, “তোমরা মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই হজ্জ ও উমরা আদায় করো।”
হজ্জ্বের সময় কি করা যাবে না: হযরত আবু হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন: “যে ব্যক্তি মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হজ্জ করবে এবং হজ্জের সময় কোনো প্রকার অশ্লীল-অশালীন ও ফাসিকী বা নাফরমানীমূলক কাজ করবে না; সে গুনাহ থেকে এরূপ পবিত্র হয়ে ফিরবে যেন সে সদ্যপ্রসূত সন্তান।” সুবহানাল্লাহ!
হজ্জের সময়ও শরীয়তবিরোধী জগন্য হারাম কাজ যেমন ছবি তোলা, বেপর্দা হওয়া, যাবে না।
কেননা, হাদীছ শরীফ-এ ইরশাদ হয়েছে, ক্বিয়ামতের দিন ওই ব্যক্তি সবচেয়ে কঠিন শাস্তি পাবে যে ব্যক্তি ছবি তোলে বা তোলায়।
কুরআন শরীফ ও হাদীছ শরীফ-এ পর্দা করার ব্যাপারে কঠোর নির্দেশ দেয়া হয়েছে। যেমন হাদীছ শরীফ-এ ইরশাদ হয়েছে, “যে দেখে ও দেখায় উভয়ের প্রতি আল্লাহ পাক উনার লা’নত।” হাদীছ শরীফ-এ আরো ইরশাদ হয়েছে, “দাইয়্যূছ অর্থাৎযে নিজে পর্দা করেনা এবং অধিনস্থদেরকে পর্দায় রাখে না। সে কখনো জান্নাতে প্রবেশ করবে না।”
তাই সকলেই একমত যে, বেপর্দা হওয়া ছবি তোলা,,কঠিন কবীরা গুনাহ ও ফাসিকী কাজ। আর ফাসিক ব্যক্তির হজ্জ কি করে মকবুল হজ্জ হতে পারে?
এ অবস্হার হজ্জ্ব তো মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই হতে পারে না!!!
নয় কি???
অতএব, কেউ যদি হজ্জ, উমরা, যিয়ারত করতে চায় তাহলে সম্পূর্ণ হালাল পন্থায় সুন্নতী নিয়মে আদবের সাথে হজ্জ, উমরা, যিয়ারত করতে হবে। ছবি তুলে, বেপর্দা হয়ে নাফরমানীর মাধ্যমে হজ্জ, উমরা, যিয়ারত করা হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অসন্তুষ্টির কারণ।

1 টি মন্তব্য:

  1. The casino site review, Bonuses, Odds and more
    Lucky Club. Betting Sites. Casino Review and bonuses. Mobile and luckyclub.live desktop. Casino Review. No Deposit Bonus. No Wagering Requirements.

    উত্তরমুছুন