বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬

পর্দায় আবৃত তরুনী তাঁকে বলল, হজরত আপনার কাছে কি কোরআন শরীফ হবে?

"একজন প্রখ্যাত আলেম সমরকান্দের পথ দিয়ে চলছিলেন।"
*
পথের ধারে একজন পর্দায় আবৃত তরুনী তাঁকে বলল, হজরত আপনার কাছে কি কোরআন শরীফ হবে?
*
ঐ আলেম তাঁর পকেট থেকে কুরআন শরীফ বের করে মেয়েটি দিলেন। মেয়েটি কুরআন শরীফে চুমু খেল।
*
ঐ আলেম প্রশ্ন করলেন, "তুমি কি কখনও কুরআন শরীফ দেখনি?"
মেয়েটি জবাব দিল, "জ্বী না।"
*
হজরত প্রশ্ন করলেন,"কুরআন পড়তে জান?" মেয়েটি সুরা ইয়াসিন মুখস্হ তিলাওয়াত করে শোনালো।
*
হজরত প্রশ্ন করলেন, "কুরআন শরীফ কখনও দেখোনি হেফজ কিভাবে করলে?"
*
মেয়েটি জবাব দিল, " দেশ বিভাগের সময় রাশিয়ান সৈন্যরা আমাদের ঘরের বাহিরে পাহারায় থাকত। তাই দ্বীন শিক্ষার সকল ব্যাবস্হা বন্ধ ছিল। তবে আমাদের এক বৃদ্ধা মহিলা উস্তাদা ছিলেন, যাঁর কাছে আমরা কাছে কাঁথা শিলাইয়ের ছলে যেতাম। আমরা তাঁর ঘরে গিয়ে সুতা নিয়ে আসতাম, আবার বাহিরে থেকে সুতা গুটিয়ে ঘরে নিয়ে দিয়ে আসতাম। সৈন্যরা এটাই দেখত।
*
আসলে আমরা ভিতর থেকে পড়া নিয়ে আসতাম আবার বাহিরে ঐ পড়া পড়ে আবার ভিতরে গিয়ে পড়া দিয়ে সবক নিয়ে আসতাম। এভাবেই আমরা কুরআন হিফজ করি।
*
সুবহানআল্লাহ। তাই একথা বলতে চাই যে, আল্লাহ্ হক্বকে কায়েম করেছেন আর এর হেফাজত তিনিই করবেন।
আমীন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন