বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬

তাকবিরে তাশরীক পবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার ৯ তারিখ ফজর থেকে ১৩ তারিখ আছর পর্যন্ত মোট ২৩ ওয়াক্ত ফরয নামাযের পর পড়তে হয়।

তাকবিরে তাশরীক পবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার ৯ তারিখ ফজর থেকে ১৩ তারিখ আছর পর্যন্ত মোট ২৩ ওয়াক্ত ফরয নামাযের পর-
ﺍَﻟﻠﻪُ ﺍَﻛْﺒَﺮْ ﺍَﻟﻠﻪُ ﺍَﻛْﺒَﺮْ ﻟَﺎ ﺍِﻟٰﻪَ ﺍِﻟَّﺎ
ﺍﻟﻠﻪُ ﻭَﺍﻟﻠﻪُ ﺍَﻛْﺒَﺮْ ﺍَﻟﻠﻪُ ﺍَﻛْﺒَﺮْ ﻭَﻟﻠﻪِ
ﺍﻟْـﺤَﻤْﺪُ .
উচ্চারণ : “আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।”
এই পবিত্র তাকবীর মুবারক পাঠ করতে হয়। উক্ত পবিত্র তাকবীর মুবারক খানাকেই পবিত্র ‘তাকবীরে তাশরীক’ বলে।
জামায়াতে বা একাকী, মুসাফির অথবা মুকীম, শহর অথবা গ্রামে প্রত্যেককেই প্রতি ফরয নামাযের পর উক্ত তাকবীর পাঠ করতে হবে।
“দুররুল মুখতার” কিতাবে উল্লেখ আছে যে, “তাকবীরে তাশরীক একবার বলা ওয়াজিব, তবে যদি (কেউ) একাধিকবার বলে, তাহলে তা ফযীলতের কারণ হবে।
আর “ফতওয়ায়ে শামী” কিতাবে উল্লেখ আছে- ﻭَﻗِﻴْﻞَ ﺛَﻠَﺎﺙَ ﻣَﺮَّﺍﺕٍ অর্থ : “কেউ কেউ
বলেছেন (তাকবীরে তাশারীক) তিনবার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন