শনিবার, ৯ এপ্রিল, ২০১৬

কোন আওয়াজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরে যাবে সেটি নিয়ন্ত্রণ করে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’।

Shadhin Mahfoj Mohon
প্রধানমন্ত্রী (শেখ হাসিনার) দপ্তরের
নিয়ন্ত্রণে ‘র’
কোন আওয়াজ প্রধানমন্ত্রী শেখ
হাসিনার দপ্তরে যাবে সেটি
নিয়ন্ত্রণ করে ভারতীয় গোয়েন্দা
সংস্থা ‘র’। আর এতে করে প্রধানমন্ত্রীর
পায়ের নিচ থেকে আস্তে আস্তে
মাটি সরে যাচ্ছে, অথচ সেটা উনি
জানতেও পারেন না বলে মন্তব্য
করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের
প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ
চৌধুরী।
শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের
সামনে এক অবস্থান কর্মসূচিতে অংশ
নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা
বলেন তিনি। নাগরিক ঐক্যের আহ্বায়ক
মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবিতে
নাগরিক ছাত্র ঐক্য ও নাগরিক যুব ঐক্য
যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন,
‘বাকশাল সরকারের কাছে কখনো
(জনতার) আওয়াজ পৌঁছাবে না। পথের
(জনতার) আওয়াজ কোনটা প্রধানমন্ত্রীর
দপ্তরে যাবে, না যাবে- সেটি
কোনো বাংলাদেশি গোয়েন্দা
বাহিনী নিয়ন্ত্রণ করে না।
ডিজিএফআই, এনএসআই, পুলিশ সেটা
(নিয়ন্ত্রণ) করে না। এটার জন্য ভারতীয়
গোয়েন্দা সংস্থা ‘র’ আছে। ‘র’ স্থির
করে কোন খবর যাবে, কোথায় যাবে,
কাকে জানাতে হবে? এটির মজা
হলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনার
পায়ের নিচ থেকে আস্তে আস্তে
মাটি সরে যাচ্ছে, অথচ সেটা উনি
জানতেও পারেন না।’
http://www.banglamail24.com/news/144500

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন