শুক্রবার, ৮ এপ্রিল, ২০১৬

পাঁচ রাতে নিশ্চিত ভাবে দোয়া কবুল হয়। জেনে নিন সেই মহামান্বিত পাঁচ রাত সম্পর্ক্যে।

“পাঁচ রাতে নিশ্চিতভাবে
দোয়া কবুল হয়ে থাকে।
১. পবিত্র শাহরুল্লাহিল হারাম
রজবুল আছম্ম মাস উনার পহেলা
রাতে
২. পবিত্র লাইলাতুল বরাতে
৩. পবিত্র লাইলাতুল ক্বদরে
৪ ও ৫. পবিত্র দুই ঈদ উনাদের দুই
রাতে।”
আজ দিবাগত সন্ধ্যায় পবিত্র
শাহরুল্লাহিল হারাম রজবুল
আছম্ম মাস উনার চাঁদ তালাশ
করতে হবে।
চাঁদ দেখা গেলে আজ দিবাগত
রাতটিই হবে পবিত্র
শাহরুল্লাহিল হারাম রজবুল
আছম্ম মাস উনার পহেলা রাত।
যে রাতে নিশ্চিতভাবে দোয়া
কবুল হয়।
তাই সকল মুসলিম উম্মাহ উনাদের
দায়িত্ব ও কর্তব্য হচ্ছে- এ মুবারক
রাতে পবিত্র মীলাদ শরীফ ও
পবিত্র ক্বিয়াম শরীফ পাঠ করে
বিশেষভাবে দোয়া-মুনাজাত
করা এবং পরের দিন রোযা
রাখা।।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন