১) নবীজি নিজেই ঈদে মীলাদুন নবী
পালন করেছেনএবং হাদীস শরীফে
ঈদে মীলাদুন নবী পালনের ফজিলত
বর্ণিত হয়েছে ।(সূত্র: https://goo.gl/
CXaSWD, https://goo.gl/P2983Q )২) সাহাবীগণ
ঈদে মীলাদুন নবী পালনের ফজিলত
বর্ণনা করেছেন।(সূত্র: https://goo.gl/
6cQxa8 ,https://goo.gl/Jqug0v )৩) ইমাম
মুজহাহিদ ও অাউলিয়াকিরামগণ ঈদে
মীলাদুন নবী পালন করেছেন।( https://
goo.gl/hKGLZL , https://goo.gl/3BQRgu ,https://
goo.gl/HrSevG )৪) মক্বা-শরীফ মদিনা
শরীফসহ সর্বত্র ঈদে মীলাদুন নবী
পালিত হয়ছে এবং হচ্ছে।সূত্র: https://
goo.gl/8VvB9n )কিন্তু এত হাজার হাজার
বছর ঈদে মীলাদুন নবী পালন এবং এর
পক্ষে এত হক্কানী আলেমগণ থাকলেও এ
দিবসের বিপরীতে কেউ কোন ফতওয়া
দিয়েছেন বলে এমন কোন প্রমাণ
পাওয়া যায় না।উপরন্তু আজকে যারা
ঈদে মীলাদুন নবীর বিরোধীতা
করছে তাদের পূর্বপুরুষরা ঈদে মীলাদুন
নবী পালন করেছে এবং ফজিলতপূর্ণ
আমলবলেই বর্ণনা করেছেন। যেমন:ক)
সালাফি, আহলে হাদীস ও ওহাবী
আকিদ্বাভূ্ক্ত যারা আজ ঈদে মীলাদুন
নবীর বিরোধীতা করছে তাদের গুরু
ইবনে তাইমিয়া ও আব্দুল ওহাব নজদীও
কিন্তু ঈদে মীলাদুন নবীকে ফজিলতপূর্ণ
আমল বলে বর্ণনা করেছে । ( https://goo.gl/
dR6WDq )২) আজকে দেওবন্দীরা ঈদে
মীলাদুন নবী পালনের বিরোধীতা
করছে। অথচ তাদের গুরুরাও ঈদে মীলাদুন
নবী পালন করেছে এবং তাকে
ফজিলতপূর্ণ আমল বলে উল্লেখ করেছে।
(সূত্র: https://goo.gl/PaFUZT )৩) আজকে
জাকির নায়েক ঈদে মীলাদুন নবীর
বিরোধীতা করছে। অথচ জাকির
নায়েকের গুরু আহমেদ দিদাত নিজেই
ঈদে মীলাদুন নবী পালনের পক্ষে
বলেছে।(সূত্র: https://youtu.be/
bj8F1qv25dk ),তারমানে দেখা যাচ্ছে,
খুব বেশি আগে নয়, ঈদে মীলাদুন নবীর
বিরোধীতাকারীদেরআবির্ভাব
বড়জোর ২০-৩০ বছর আগে, যাদের
নিজেদেরই কোন ভিত্তি নেই, এমনকি
এদের পক্ষে এদের বাপ-দাদাদেরও
সাক্ষ্য নাই, অর্থাৎ এরা নিজেইরাই
বিদাত। এরা নব্য গজিয়ে ওঠা ভ্রান্ত
ফিরকা, যারা মুসলিম জাতিকে
দ্বিধাবিভক্ত করার চক্রান্তে লিপ্ত।
এদের সম্পর্কে হাদীস শরীফে বর্ণিত
হয়েছে-“আখেরী যামানার কিছু
মিথ্যাবাদী দাজ্জালের চেলা বের
হবে। এরা এমন সব কথা বলবে তোমরাও
শোন নাই তোমাদের বাপ দাদাও
শোনে নাই। তাদের থেকে দূরে
থাকো এবং তাদেরকে দূরে রাখো।
তাহলে তারা তোমাদের ফিৎনায়
ফেলতে পারবে নাগোমরাহ করতে
পারবে না।" (মুসলিম শরীফ, মিশকাত
শরীফ)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন