মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫

টাকা খেয়ে ফতোয়া জারি: ঈদে মিলাদুন্নবি জায়িয নাই।।।।।।।

ইদানিং দেখা যায় ওহাবীদের প্রদানকৃত টাকা খেয়ে কিছু কিছু ওলামায়ে’ ছু তারা ফতোয়া জারি করে ঈদে মিলাদুন্নবী বিদয়াত । তাইলে শত শত বছর ধরে যে পালিত হচ্ছে তা কি ছিল ?

তখন কোন আলেম ছিলনা এর বিরুদ্ধে বলার ? 
বলেন নাই কেন ? 
মুলত আমরা যদি ইসলাম এর ইতিহাস দেখি তাহলে দেখতে পাই পুর্বের যামানার যারা মুসলমান ছিলেন উনারা অনেক দ্বীনদার আল্লাওয়ালা ছিলেন ।
ইসলাম নিয়ে পড়াশুনা করতেন । পরিপুর্নভাবে হালালে মশগুল ছিলেন । তাই উনাদের পক্ষে ঈদ-ই-মিলাদুন্নবী পালন করতে সমস্যা হয়নি। 
তাফসির লিখক , হাদিস শরীফ লিখক , ইজমা, ক্বিয়াসে ,হক্কানী আলেম –ওলামা ,হক্কানী ওলিয়াল্লাহ কেউ ই ঈদ-ই-মিলাদুন্নবীর বিপক্ষে কিছু বলেন নাই । বরং উনারা পালন করে গেছেন , করতে উৎসাহিত করেছেন ।

অথচ বর্তমানে মুসলনমান হারামে এত মশগুল যে হালাল কি তা ভুলেই গেছে ।দ্বীন ইসলাম নিয়ে কিছুই জানেনা আবার এরাই ধর্ম নিয়ে জ্ঞানী সাজে!!
দেখা যায় হারামে মশগুল , ইসলাম সম্পর্কে অজ্ঞ এইসকল লোকগুলোই ঈদ-ই-মিলাদুন্নবী নিয়ে উল্টা –পালটা ফতোয়া জারি করে ।
তাহলে বুঝা গেল ইসলাম নিয়ে অজ্ঞ , ওলামায়ে’ছু আর বাতিল ফিরকার লোকেরাই ঈদ-ই-মিলাদুন্নবির বিরুদ্ধে বলে । তাই এইসকল বাতিল লোকদের থেকে দূরে থাকতে হইবে। এদের কোন ফতোয়া –ই মানা যাবেনা 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন