পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ
মহিমান্বিত
১২ই রবীউল আউওয়াল শরীফ
উপলক্ষে ব্যবসায়ী ভাইগণ যে সমস্ত
ব্যবস্থা গ্রহণ করতে পারেন:
১) পবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফতথা সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার
উপলক্ষে ব্যাপক প্রচার-প্রসারে
মিডিয়ায়
বিজ্ঞাপন দেয়া এবং সবাইকে
শুভেচ্ছা জানানো।
২) মূলত ১২ রবীউল আউওয়াল শরীফ হচ্ছেন
পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ বা সকল
ঈদ
উনাদের মধ্যে শ্রেষ্ঠ ঈদ। তাই উনাকে
অন্য দুই
ঈদের থেকে বেশিও জযবার সাথে
পালন
করতে হবে এমন প্রচারণা চালানো।
৩) পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ
উপলক্ষে পণ্যে বেশি বেশি ছাড়
দিতে পারেন।
এতে অবশ্যই ক্রেতা আকৃষ্ট হবে।
উপরক্ত কার্যক্রমগুলো গ্রহণ করার
মাধ্যমে পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ
শরীফ উনার
প্রচার প্রসার হবে এবং জনগণ দুই ঈদের
থেকেও
বড় ঈদ উনার
মর্যাদা বুঝবে এবং ব্যাপকভাবে পালন
করবে। তখন
স্বাভাবিকভাবেই আপনাদের ব্যবসা
বৃদ্ধির
একটি বিশাল উপলক্ষ তৈরি হবে।
পাশাপাশি পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ
শরীফ
উনাকে বিশেষ মর্যাদা দেয়ার
কারণে আপনারা অবশ্যই পরকালে
নাজাত পাবেন।
(সুবহানাল্লাহ)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন