সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

“যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাথে সামঞ্জস্য রাখল সে তাদের অন্তর্ভুক্ত”। 

* নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীঃ

. “যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাথে সামঞ্জস্য রাখল সে তাদের অন্তর্ভুক্ত”। 

আবু দাউদঃ ৩৫১৪
২. “যে কোন কওমের সাথে সামঞ্জস্য রাখল, সে তাদের অন্তর্ভুক্ত”।
আবু দাউদঃ ৩৫১৪, আহমদঃ ৫১০৬,
ইকতিদাউস সিরাতুল মুস্তাকিমঃ ১/২৪০,
ফাতহুল বারিঃ ১১/৪৪৩
* জাকির নায়েক ও তার অনুসারীদের গুরু ইব্‌ন তাইমিয়া বলে-
১. “আল্লাহর কিতাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, খোলাফায়ে রাশেদিনের আদর্শ ও সকল আলেম একমত যে, মুশরিকদের বিরোধিতা করতে হবে এবং তাদের সাদৃশ্য গ্রহণ করা যাবে না”।
মাজমুউল ফতোয়া ২৫/৩২৭
২. “এ হাদিসের সর্বনিম্ন দাবি তাদের সাদৃশ্য গ্রহণ করা হারাম, যদিও হাদিসের বাহ্যিক অর্থের দাবি কুফরি”।
আলফুরুঃ ১/৩৪৮
তাহলে হাদিস ও তাঁদের গুরু ইবনে তাইমিয়ার ভাষ্য অনুযায়ী কোর্ট-টাই পরিধান করা হারাম এমনকি কুফরিও ।
যেই জাকির নায়েক ও তার অনুসারীরা এমন হারাম কাজে লিপ্ত , সেই তাদের কথায় ঈদে মিলাদুন্নবিকে কি বিদয়াত বলা যেতে পারে ?
যার নুন্যতম নবিপ্রেম ও কান্ডজ্ঞান আছে সে কখনো ঈদে মিলাদুন্নবিকে বিদয়াত বলতে পারেনা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন