সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫

ঈদে মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিরোধী তারা যে ইবলিশ শয়তানের গোলাম সে বিষয়েএকটা প্রামান্য দলীল-হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিলাদত শরীফে সব চাইতে বেশি কষ্ট পেয়েছিলো কে জানেন?

সব চাইতে বেশি কষ্ট পেয়েছিলো
ইবলিশ শয়তান । সে এতোটাই কষ্ট
পেয়েছিল যে, কষ্টে সে রীতিমত
কান্না করছে।এপ্রসঙ্গে কিতাবে
বর্নিত আছে- ﺃﻥ ﺇﺑﻠﻴﺲ ﺭﻥ ﺃﺭﺑﻊ ﺭﻧﺎﺕ ﺣﻴﻦ ﻟﻌﻦ
ﻭﺣﻴﻦﺃﻫﺒﻂ ﻭﺣﻴﻦ ﻭﻟﺪ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ
ﻭﺣﻴﻦ ﺃﻧﺰﻟﺖ ﺍﻟﻔﺎﺗﺤﺔ অর্থ- "শয়তান চার বার
উচ্চস্বরে কেঁদেছিল ,প্রথম বার যখন
আল্লাহ তায়ালা তাকে অভিশপ্ত
আখ্যা দেন; দ্বিতীয়বার যখন তাকে
বেহেস্ত থেকে বের করে দেয়া হয়।
তৃতীয়বার, যখন হুজুর পাক ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম উনার বেলাদত
শরীফ হয়। এবং চতুর্থবার যখন সূরা
ফাতেহা নাযেল হয়।"দলীল-√ আল-
বেদায়া ওয়ান নেহায়া-২য় খণ্ড ১৬৬
পৃষ্ঠাএখন সমাজে মানুষ রুপী কিছু ইবলিশ
আছে, মীলাদুন্নবী ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লামের কথা শুনলেই
এদেরশরীর জ্বালা পোড়া করে।সূতরং
প্রমান হচ্ছে, যারা ঈদেমীলাদুন্নবী
ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর
বিরোধী তারা শয়তানের শাগরেদ ।
কারন এদিনে শয়তানও কষ্ট পয়েছিল এখন
তার শাগরেদরা কষ্ট পাচ্ছে। তাই এসকল
শয়তানদের নিজেদের বিষের জ্বালায়
জ্বলে পুড়েমরতে দিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন