বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫

মহানবী হযরত মুহম্মদ সল্লেল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান-মান মুবারক

আল্লাহ্ পাক বলেন ,

ﻻ ﺗﻘﻮﻟﻮﺍ ﻟﻤﻦ ﻳﻘﺘﻞ ﻓﻰ ﺳﺒﻴﻞ ﺍﻟﻠﻪ ﺍﻣﻮﺍﺕ ﺑﻞ ﺍﺣﻴﺎﺀ ﻭﻟﻜﻦ ﻻ

ﺗﺸﻌﺮﻭﻥ .

অর্থঃ- “আল্লাহ্ পাক-এর পথে যারা
নিহত হয়, তাদেরকে মৃত বলোনা; তারা
জীবিত; কিন্তু তোমরা তা উপলব্ধি
করতে পারনা।” (সূরা বাক্বারা/
১৫৪)........
মহান আল্লাহ পাক শহীদ ব্যক্তিকে মৃত
বলতে নিষেধ করেছেন; তারা জীবিত
সেটা জানিয়ে দিলেন। এটাই যদি হয়
, তাহলে হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম উনাকে সৃস্টি না করলে
আমরা কেউ সৃষ্টি হতাম না। তিনি সব
কিছুর মূল। তাহলে তিনি কি করে মৃত
হতে পারেন ?
যারা বলবে নবীজি ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম 'মৃত' ।
নাউজুবিল্লাহ। তারা কি নবীজি
ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
উনার উম্মত দাবি করতে পারবে??

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন