বুধবার, ১২ এপ্রিল, ২০১৭

ফেসবুক আইডি খুলতে জাতীয় পরিচয়পত্রের প্রস্তাব বাংলাদেশ সরকারের

sabuz bangladesh desk ॥ ফেসবুকে অ্যাকাউন্ট খোলার সময় জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট কিংবা অন্য কোনো পরিচয়পত্রের তথ্য সংযুক্ত করা বাধ্যতামূলক করতে ফেসবুক কর্তৃপক্ষকে অনুরোধ করেছে বাংলাদেশ পুলিশ।



গত সোমবার ফেসবুক প্রতিনিধির সঙ্গে বৈঠকে এই প্রস্তাবটি দেওয়া হয়েছে। সাইবার অপরাধ নিয়ন্ত্রণের জন্যই এমন উদ্যোগ নিতে চাইছে পুলিশ।
গত রবিবার হতে ঢাকায় শুরু হয়েছে ১৪ দেশের পুলিশপ্রধানদের তিন দিনব্যাপী সম্মেলন। বাংলাদেশ পুলিশ ও ইন্টারপোল যৌথভাবে সম্মেলনটি আয়োজন করে। ফেসবুকের পক্ষ হতে ছিলেন সংস্থাটির ট্রাস্ট ও সেফটি ব্যবস্থাপক বিক্রম লেংগেহ।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. মনিরুজ্জামান বলেছেন, সাইবার অপরাধ তদন্তে ফেসবুকের সহায়তা চাওয়া হয়। নারী নির্যাতন ও ধর্মীয় বিষয়ে প্রচারণার ক্ষেত্রে ফেসবুককে বিষয়টি পুলিশের নজরে দিতে বলা হয়েছে। তিনি বলেছেন, জবাবে ফেসবুক বলেছে, তাদের নিজস্ব নীতিমালায় সাংঘর্ষিক না হলে সব রকম সহযোগিতা করবে তারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন