অধিকৃত কাশ্মীরের দখল নিতে মোদীকে ‘রাম’ দাওয়াই
Jul 30, 2016Staff Reporter
রোহতক: নওয়াজ বিরোধী বিক্ষোভের আগুনে পুড়ছে পাক অধিকৃত কাশ্মীর৷ শরিফের পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএনএল) বিরুদ্ধে কারচুপি করে ভোটে জেতার অভিযোগ এনে পথে নেমেছে অধিকৃত কাশ্মীরের মানুষ৷ ঠিক এই সময় গলা চড়ালেন যোগগুরু বাবা রামদেব৷ অধিকৃত কাশ্মীর দখল করার জন্য নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানালেন তিনি৷
আরও পড়ুন: আগামী ২৫ জুন মোদীর “মিশন স্মার্ট সিটি-র উদ্বোধন
রামদেব আরও বলেন, ‘শরিফ যখন বুক ফুলিয়ে যে কোনও মূল্যে কাশ্মীর দখল করার কথা ঘোষণা করেছেন, তখন মোদী কেন চুপ থাকবেন? মানচিত্রে গোটা কাশ্মীর দেখেই সন্তুষ্ট থাকতে হয় আমাদের ছেলেমেয়েদের৷ কারণ বাকিটা পাকিস্তান জোর করে দখল করেছে৷ দেশের একটা গুরুত্বপূর্ণ অংশ দখল করে রেখেছে পাকিস্তান৷ এর পরও আমদের আর চুপ করে থাকাটা মানায় না৷’’
আরও পড়ুন: বুলেট থেকে বুট, খামতি রয়েছে সিয়াচেনে
অধিকৃত কাশ্মীরে ভোট জেতার পরই ভারতের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ৷ তিনি বলেন, কোনও মূল্যে পাকিস্তানের অন্তর্গত হবে কাশ্মীর৷ কিন্তু তাঁর বিরুদ্ধে অধিকৃত কাশ্মীরে পাক সামরিক গুপ্তচর সংস্থা আইএসআই-এর মদতে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে৷ প্রতিবাদে ফেটে পড়েছে নীলম উপত্যকা৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন