রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬

শিঘ্রই আসছে 4G network

চলতি বছরেই দেশে (চতুর্থ প্রজন্ম)
ফোর-জি চালু হবে জানিয়েছেন
ডাক ও টেলিযোগাযোগ
প্রতিমন্ত্রী এ্যাডভোকেট
তারানা হালিম।
আজ শনিবার দুপুরে টাঙ্গাইলের
দেলদুয়ার উপজেলার নাল্লা
পাড়া এলাকায় বেলায়েত
হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের
বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার
পুরস্কার বিতরন অনুষ্ঠানে
সাংবাদিকদের প্রশ্নের জবাবে
তিনি এ সব কথা বলেন।
এ সময় সদ্য অনুষ্ঠিত পৌরসভা
নির্বাচন সুষ্ঠ হয়েছে উল্লেখ্য করে
ভবিষ্যতেও এমন সুষ্ঠ নির্বাচন
অনুষ্ঠিত হবে বলেও জানান
তারানা হালিম।
প্রতিমন্ত্রী তারানা হালিম
বলেন, দেশের প্রতন্ত অঞ্চলেও খুব
শীর্ঘই (তৃত্বীয় প্রজন্ম) থ্রী-জি
সুবিধা পৌছে দেওয়া হবে।
ইতোপূর্বে ইন্টারনেটের দাম
কমানো হয়েছে ভবিষ্যতে আরো
দাম কমানো হবে বলেও আশ্বাস
দেন তিনি।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির
ম্যানেজিং কমিটির সভাপতি
দেলোয়ার হোসেনের
সভাপতিত্বে আরো উপস্থিত
ছিলেন জেলা পরিষদের প্রশাসক
ও জেলা আওয়ামী লীগের
সভাপতি ফজলুর রহমান খান ফারুক,
স্থানীয় সংসদ সদস্য খন্দকার আব্দুল
বাতেন, উপজেলা
আওয়ামীলীগের সম্পাদক এম
শিবলী সাদিকসহ অনন্য।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন