শনিবার, ২ জানুয়ারী, ২০১৬

মুসলিমরা ক্রিসমাস পালন করলেই পাঁচ বছরের জেল!

মুসলিমরা ক্রিসমাস পালন করলেই পাঁচ বছরের জেল!

আইন অমান্য করে যদি কেউ ক্রিসমাস বা বড়দিন উদযাপন করে তাহলে তাকে ৫ বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত করা হবে। এমন ঘোষণা দিয়েছেন ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলখিয়া। তবে এই আইন শুধু মুসলমানদের জন্য প্রযোজ্য।

রক্ষণশীল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটি জানিয়েছে, বড়দিনের শুভেচ্ছা বার্তা পাঠালে বা সান্তা ক্লজ টুপি পরিধান করলেই শাস্তির মুখোমুখি হতে হবে। বড়দিনের উদযাপন মুসলিমদের আকিদা বা বিশ্বাসকে দুর্বল করতে পারে বলে দেশটির আলেম সমাজ মত দিয়েছেন। ফলশ্রুতিতে সুলতান বড়দিনের উদযাপন নিষিদ্ধ করেছেন ব্রুনাইয়ে।

অমুসলিমরা বড়দিন উদযাপন করতে পারবে। তবে তা নিজেদের কমিউনিটির মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে বলে দেশটির ধর্মমন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানিয়েছে।

ব্রুনাইয়ে প্রায় ৪ লাখ ২০ হাজার জনসংখ্যার মধ্যে ৬৫ শতাংশ মুসলিম। তেল সমৃদ্ধ ব্রুনাইয়ে এখনো রাজতন্ত্র বিদ্যমান। উচ্চ জীবনযাত্রার কারণে ব্রুনাইয়ের জনগণ রাজনীতির প্রতি তেমন আগ্রহী নয় বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

২০১৪ সাল থেকে ব্রুনাইয়ে শতভাগ শরিয়া আইন জারি করা হয়।।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন