বুধবার, ৬ জানুয়ারী, ২০১৬

"3500+ বছর পেরিয়ে গেল কিন্তু "ফেরাউন" এর লাস আজ পর্যন্ত না গললো না পচলো।এই লাস আছে.....

"3500+ বছর পেরিয়ে গেল কিন্তু
"ফেরাউন" এর লাস
আজ পর্যন্ত না গললো না পচলো।এই লাস
আছে
মিশরের একটি সংগ্রহশালাতে। আজো
এই লাস
'
দেখলে মনে হয় একটি মানুষ ঘুমিয়ে
আছে। ফেরাউন
একজন জালিম বাদশাহ ছিলেন, সে
ঘোষণা
করেছিল "আমি সব থেকে বড় খোদা"। ওই
সময়
হজরত মুসা (আলাহি .ওয়া সাল্লাম) নবী
ছিলেন। ফেরাউনের ওই
কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ
বলেছিলেন "আমি
ফেরাউনের জান (রুহ্) বের করে নেবো
কিন্তু ওর
শরীর (কয়ামত)শেষ দিন পর্যন্ত মানুষের
দেখার জন্য
পৃথিবীতে নিশানী স্বরূপ রেখে
দেবো।
হজরত মুসা (আ.সা.) এর সৈনের জন্য
আল্লাহ সমুদ্রের
পানি সরিয়ে যখন রাস্তা তৈরি
করলেন এবং
সৈনরা যখন পার হতে লাগলেন কিন্তু
ফেরাউন ও
তার সৈনরা যখন ওই পথ ধরলো তখন সমুদ্র
ফেরাউন ও
তার সকল সৈনকে সমুদ্র গ্রাস করে
ফেললো।
এই লাস 1898 সালে লালসাগরে
পাওয়া যায়। ওর
লাসে না আগুন কাজ করে না পানি।
ডাক্তার মোরিস বুকার বেশ কয়েক বছর
রিসার্চ
করেন ফেরাউনের লাস নিয়ে আর
কোরানে লেখা
আছে যেগুলো উনি পড়তে শুরু করেন
এবং কোরানের
বানী পড়ে এতটাই প্রভাবিত হয় যে
পরবর্তীতে -
মোরিস ইসলাম ধর্ম গ্রহণ করেন।
ফেরাউনের লাস
ওকে অবাক করেছিলো রোজ ওর
শরীরের মাংস
বেড়ে যেত এবং আশ্চর্যের কথা
3500.বছর সমুদ্রে পরে
থাকা সত্বেও কোন সামুদ্রিক মাছ...
ওকে খাইনি।
বেশক আল্লাহ সর্বজ্ঞানী তিনি মহান"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন