রবিবার, ২২ মে, ২০১৬

### হালুয়া পাকানো নাকি বিদয়াত? তা কথায় কথায় যারা বিদয়াত ফতওয়া দেন তারা দয়া করে দলিল দিবেন , কোন দিন, কোন কারনে, কোন জিনিস খাওয়া হারাম বা বিদআত? হালালকে হারাম বানান কুফরি, এইটা আমরা জানি, হালাল খাবার যেই দিন খাই সেটা হালালই হবে, সেটাকে হারাম বলা কুফরি। অহী উনার দড়জা বন্ধ হয়ে গেছে, আবার অহী নাজীল হত আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উপর উনিও পর্দার অপারে চলে গেছেন। এখন নতুন ফতোয়া নতুন কথা তো কোন মুসলমান মানবে না। তাই যার কাছে হালুয়া পাকান বিদয়াত এমন দলিল আছে সে যেন দলিল দেয়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন