শনিবার, ২১ মে, ২০১৬

আল্লাহতায়ালা অতি দয়ালু ও মেহেরবান। তার দয়া ও রহমতের কোনো শেষ নেই। অনেক সময় বান্দার কোনো ছোট আমলেও আল্লাহতায়ালা সন্তুষ্ট হয়ে যান।

আল্লাহতায়ালা অতি দয়ালু ও মেহেরবান। তার দয়া ও রহমতের কোনো শেষ নেই। অনেক সময় বান্দার কোনো ছোট আমলেও আল্লাহতায়ালা সন্তুষ্ট হয়ে যান। তাই কোনো নেক আমল বাহ্যিকভাবে ছোট ও সহজ বলেই সে সম্পর্কে অবহেলা করা উচিত নয়।
আল্লাহ পাক বলেন- " অতঃপর কেউ অনু পরিমান সৎকর্ম করলে তা দেখতে পাবে এবং কেউ অনু পরিমান অসৎকর্ম করলে তাও দেখতে পাবে" সূরাতুল যিলযাল ৭,৮
হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
১."কোনো সৎ কাজকেই কখনো তুচ্ছ জ্ঞান করবে না। যদিও তা হয় তোমার ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাত। -সহিহ মুসলিম
২. তোমার ঈমানকে খাটি কর অল্প আমলই নাযাতের জন্য যথেষ্ট হইবে(সহীহ বুখারী শরীফ)
তাহলে যারা শবে বরাত উপলক্ষে আমলকে বিদয়াত বলে থাকে তারা কি ঠিক বলে ??

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন