মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫

মালয়েশিয়ায় চালু হলো প্রথম ইসলামি ফ্লাইট…

মালয়েশিয়ায় চালু হয়েছে প্রথম
ইসলামি ফ্লাইট। কুয়ালালামপুর
বিমান বন্দর থেকে ১৫০ জন যাত্রী
নিয়ে ‘রায়ানি এয়ার’-র একটি
বিমান দেশটির পর্যটন কেন্দ্র
‘লাঙ্গাওয়ি’তে গেছে।
ইসলামি অনুশাসন মেনে ফ্লাইট
পরিচালনা করা হচ্ছে এবং
মহিলা ক্রুদের সবাই হিজাব বা
ইসলামী শালিন পোশাক পরে
যাত্রীদের সেবা দিচ্ছেন।
বিমান কর্তৃপক্ষ সম্পূর্ণ হালাল
খাবার পরিবেশন করছে। কোন
ধরনের মদ সরবরাহ করা হচ্ছে না।
এছাড়া যাত্রা শুরু হচ্ছে কুরআন
তেলাওয়াত ও দোয়ার মধ্যদিয়ে।
বর্তমানে ‘রায়ানি এয়ার’ দু’টি
বোয়িং-৭৩৭ বিমানকে এ
ক্ষেত্রে কাজে লাগাবে।

ভবিষ্যতে এ ধরনের ইসলামি
ফ্লাইটের সংখ্যা আরও বাড়বে
বলে আশা করা হচ্ছে। ইরানে
ইসলামি বিপ্লব বিজয় লাভের পর
থেকেই ইসলামি ফ্লাইট চালু করা
হয়েছে। ইরানের সব ফ্লাইট
ইসলামি আইন অনুযায়ী পরিচালিত
হয়। এ ছাড়া ইরানের প্রতিটি
বিমানে নামাজ পড়ার জন্য
আলাদা স্থান রাখা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন