সোমবার, ১১ জুলাই, ২০১৬

মোবাইল অ্যাপে অভিযোগ জানান RAB কে।


অপরাধ সংক্রান্ত তথ্য সরাসরি র‍্যাবকে জানাতে নতুন মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অ্যাপ্লিকেশনটির নাম 'রিপোর্ট টু র‍্যাব'। অ্যাপটির মাধ্যমে যে কেউ নিজের নাম প্রকাশ না করেও সমাজে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধের বিষয়ে র‍্যাবকে  তাৎক্ষনিক তথ্য জানাতে পারবেন ।


অ্যাপটির শ্লোগান হচ্ছে ‘If you see something, say something’। সমাজে ঘটে যাওয়া যে কোন জঙ্গি কর্মকাণ্ড, সন্ত্রাস, মাদক, খুন, ডাকাতি, অপহরণসহ নানাবিধ অপরাধের তথ্য দেওয়া যাবে এই অ্যাপে। সেই তথ্যের উপর ভিত্তি করেই দ্রুত ঘটনাস্থলে পৌছে যাবে বিশেষ এই আইন শৃঙ্খলা বাহিনী।



সোমবার বিকেলে র‍্যাবের সদর দফতরে অ্যাপটির উদ্বোধন করেন এই বাহিনীর মহাপরিচালক বেনজীর আহমেদ।

উদ্বোধনকালে র‍্যাবের মহাপরিচালক জানান, অ্যাপসটির মাধ্যমে ব্যবহারকারী তার নাম পরিচয় গোপন রেখে তথ্য প্রদান করতে পারবেন। তবে তথ্যদাতা চাইলে তার পরিচয় প্রকাশেরও সুযোগ পাবেন।

এছাড়াও নাগরিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব বাহিনীর বিশেষ টিম দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে গিয়ে কার্যকরি ব্যবস্থা গ্রহন করবেন বলেও জানিয়েছেন বেনজীর আহমেদ। যে কেউ চাইলে অ্যাপ্লিকেশনটি www.rab.gov.bd বা গুগল প্লে-স্টোর থেকে অ্যান্ড্রয়েড ডিভাইসে ডাউনলোড করে নিতে পারবেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন