সোমবার, ১১ জুলাই, ২০১৬

অফলাইনেও দেখা যাবে ফেসবুকের ভিডিও!


এখন থেকে অফলাইনে ভিডিও দেখার ফিচার চালু করতে যাচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ফিচারটি ইতোমধ্যে তৈরি হয়েছে, এখন শুধু এর বিভিন্ন দিক নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক প্রযুক্তি বিষয়ক সাইটগুলো।


সব ঠিক থাকলে আগামী মাসেই ফিচারটি ভারতে চালু হতে পারে বলে গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে প্রকাশ করেছে। তবে প্রাথমিক পর্যায়ে সব ফেসবুক ব্যবহারকারীরা এ সুবিধা না পেলেও পর্যায়ক্রমে সবাই এ ফিচারের আওতায় চলে আসবে বলে জানানো হয়েছে।




ফিচারটি ব্যবহারে উচ্চ গতির ইন্টারেনেটের প্রয়োজন হবে। এ ফিচারের আওতায় ফেসবুকের ভিডিওগুলো ডাউনলোড করে ইউটিউবের মত অফলাইনে দেখার সুবিধা পাওযা যাবে।

তবে ফেসবুকের পেজের সকল ধরনের ভিডিও ইচ্ছা করলেই ডাউনলোড করা যাবে না বলেও জানানো হয়েছে প্রতিবেদনে। শুধুমাত্র মনোনীত কিছু ভিডিও ডাউনলোড হবে। আর এ জন্যে পেজের 'সেটিংস' ট্যাব-এ গিয়ে সেখান 'প্রোহিবিট ডাউনলোডিং টু ফেসবুক ইন দ্য কনটেন্ট ডিস্ট্রিবিউশন রো' অপশনটি সিলেক্ট করে নিতে হবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন