সোমবার, ১১ জুলাই, ২০১৬

বিশ্বের ৯৪% সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত অমুসলিমরা

বিশ্বজুড়ে সংঘটিত সন্ত্রাসী
কর্মকাণ্ডের জন্য ঢালাওভাবে
মুসলমানদের দায়ী করা হয়।
মুসলমানদেরকে সন্ত্রাসী প্রমান করতে
ব্যস্ত হয়ে পড়ছে বাংলাদেশের হিন্দু-
নাস্তিকরাও।এসব হিন্দু নাস্তিকদের
জন্য দুসংবাদ।এফবিআই এবং ইউরোপোল
পরিচালিত গবেষণা প্রতিবেদনে
সন্ত্রাসী কর্মকান্ডের ৯৪% অমুসলিমরা
জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়।
প্রতিবেদনে স্বীকার করা হয়েছে
‘ইসলাম ধর্মাবলম্বীদের জঙ্গি বলে
গালমন্দ করার সুযোগ এখন শেষ’।
এফবিআই অফিসিয়াল ওয়েবসাইটে
প্রকাশিত গবেষণা প্রতিবেদন অনুযায়ী
১৯৮০ থেকে ২০০৫ সাল পর্যন্ত
আমেরিকায় সংঘটিত সন্ত্রাসী
হামলার মধ্যে শতকরা ৯৪টি ঘটনার
সঙ্গে অমুসলিমরা জড়িত।
ওয়েবসাইটটিতে প্রকাশিত
তথ্যানুযায়ী যুক্তরাষ্ট্রে সংঘটিত
সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে ৪২ শতাংশ
লাতিন, ২৪ শতাংশ বামমনা চরমপন্থী, ৭
শতাংশ চরমপন্থী ইহুদি, ৬ শতাংশ
মুসলিম, ৫ শতাংশ সমাজতন্ত্রী এবং
বাকি ১৬ শতাংশ অন্যান্য গ্রুপের
মাধ্যেমে সংঘটিত হয়েছে।
অপর দিকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত
দেশগুলোতে সংঘটিত সন্ত্রাসী
হামলা বিশ্লেষণ করে প্রায় একই রকমের
তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক
অপরাধ বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান
ইউরোপোল।
২০০৭, ০৮ ও ০৯ সালে ইউরোপের
মাটিতে সংঘটিত সন্ত্রাসী হামলার
তদন্ত করে প্রতিষ্ঠানটি একটি
তালিকা প্রণয়ন ও গবেষণা রিপোর্ট
প্রকাশ করেছে।
ইউরোপের মাটিতে সংঘটিত
(২০০৭-২০০৯) সন্ত্রাসী ঘটনার মাত্র ০.৬
শতাংশ করেছে মুসলিম নামধারী
সন্ত্রাসীরা। বাকি ৯৯ দশমিক ৪ ভাগই
হয়েছে অন্য ধর্মের লোকদের দ্বারা। এর
মধ্যে ৮৪ দশমিক ৬ ভাগই হয়েছে
বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গ্রুপের
মাধ্যমে।
লিংক: http://goo.gl/DvVx
অমুসলমানরাই যে বর্বর সন্ত্রাসী তার
প্রমাণ এই রিপোর্টটি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন