মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

পশ্চিমবঙ্গের নাম হলো ‘বাংলা’


আবার বাংলা নামে ফিরে গেল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। এখন থেকে এ রাজ্যের নাম হলো ‘বাংলা’। হিন্দিতে পশ্চিমবঙ্গকে ডাকা হবে ‘বাঙাল’ এবং ইংরেজিতে বলা হবে ‘বেঙ্গল’। এখন থেকে পশ্চিমবঙ্গকে এ তিন নামের যেকোনো একটি নামে উল্লেখ করতে হবে। এ তিনটিই সরকারি নাম।
গত সোমবার রাজ্য বিধানসভায় নাম পরিবর্তনের এ প্রস্তাব ব্যাপক ভোটে পাস হয়েছে। গত সোমবার বিধানসভায় নাম পরিবর্তনের পক্ষে ১৮৯টি ভোট পড়ে এবং ৩১টি পড়ে বিপক্ষে। ফলে অনায়াশে প্রস্তাবটি পাস হয়। এবার পাস হওয়া এই প্রস্তাবটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমতি মিললে সেই প্রস্তাব যাবে রাজ্যসভায়। এরপর রাষ্ট্রপতির অনুমোদন এবং সংবিধান সংশোধনীর মধ্য দিয়ে রাজ্যের নাম পরিবর্তনের এই প্রস্তাব কার্যকর হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন