মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬

তবলীগের মুরব্বীর কাছে, কলকাতার একজন সাধারণ মুসলিমের প্রশ্ন। এখানে হুবহু দিলাম। তবলীগরা কি সদুত্তর দিতে পারবে??

১.প্রচলিত ছয়উছুলী তাবলীগ কবে হতে প্রতিষ্ঠিত হয়েছে?
২. কে প্রচলিত ছয় উছলী তাবলীগ জামাত প্রতিষ্ঠা করেছে?
৩. দ্বীন ইসলামের উসুল বা ভিত্তি যদি ৫টি হয় তারা কেনো ৬ উসুল লাগালো?
৪. তারা যে বিশ্বইজতেমা করে সেখানে ছয় উসুলের বাহিরে দ্বীন ইসলামের অন্য অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয় না কেনো?
৫. দেশবিদেশে ইসলাম ও মুসলিম বিরোধী কাজ চলছে তার বিরুধ্ধে তাবলীগ জামাতের বা তাদের আমীরদের কোন প্রতিবাদ বিবৃতি শুনা যায় না কেনো?
৬. সৌদী আরবে তাবলীগ জামাতের চিল্লা নিষিদ্ধ কেনো আর ইসরাইলে তাবলীগ করা এত সহজ কেনো?
৭.যুগ যুগ ধরে তাবলীগ করার পরও তাবলীগিরা টিভি দেখে কেনো আর খেলাধুলা করে কেনো,??

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন