বুধবার, ১৩ এপ্রিল, ২০১৬

বলুন তো, কবে থেকে বাঙালীর হাজার বছরের ঐতিহ্য মঙ্গলশোভাযাত্রা শুরু হয়??

১) প্রশ্ন- বলুন তো, কবে থেকে বাঙালীর হাজার বছরের ঐতিহ্য মঙ্গলশোভাযাত্রা শুরু হয়?
উত্তর- ২৭ বছর আগ থেকে, ১৯৮৯ সালে।
২) প্রশ্ন- বলুন তো কোন মহান নেতা পহেলা বৈশাখকে উপলক্ষে সরকারী ছুটি দেয় এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা করে ?
উত্তর- লুচু এরশাদ।
৪) প্র্শ্ন- বলুন তো কত হাজার বছর আগ থেকে পহেলা বৈশাখ উপলক্ষে পান্তা-ইলিশ খাওয়া শুরু হয় ?
উত্তর-হাজার নয়, ৩২ বছর আগ থেকে, ১৯৮৪ সালে।
৫) প্রশ্ন- বলুন তো, কোন মহান বাঙালী বাংলা সন চালু করেন ?
উত্তর- কোন বাঙালী নয়, বাদশাহ আকবর। সে মঙ্গলীয় বংশোদ্ভূত, ফার্সী ভাষী।
৬) প্রশ্ন- বলুন তো ঐতিহাসিক রমনার বটমূলটি কোন জাতের বট গাছ ?
উত্তর- ঐটি বট গাছ নয়, অশ্বত্থ গাছ।
৭) প্রশ্ন- বলুন তো কত হাজার বছর আগ থেকে রমনায় পহেলা বৈশাখ পালন শুরু হয় ?
উত্তর- ৪৯ বছর আগ থেকে, ১৯৬৭ সালে।
৮) প্রশ্ন- পহেলা বৈশাখ একটি সার্বজনিন বাঙালী উৎসব। আচ্ছা ঐ দিন কি কি সার্বজনিন অনুষ্ঠান আছে?
উত্তর- হিন্দুদের ঘটপূজা, গণেশ পূজা, সিদ্ধেশ্বরী পূজা, হিন্দুদের ঘোড়ামেলা, হিন্দুদের চৈত্রসংক্রান্তি পূজা-অর্চনা, হিন্দুদের চড়ক বা নীল পূজা বা শিবের উপাসনা ও সংশ্লিষ্ট মেলা, গম্ভীরা পূজা, কুমীরের পূজা, অগ্নিনৃত্য, ত্রিপুরাদের বৈশুখ মারমাদের সাংগ্রাই ও পানি উৎসব, চাকমাদের বিজু উৎসব (ত্রিপুরা, মারমা ও চাকমাদের পূজা উৎসবগুলোর সম্মিলিত নাম বৈসাবি), হিন্দু ও বৌদ্ধদের উল্কিপূজা, মজুসি তথা অগ্নি পূজকদের নওরোজ, হিন্দুদের বউমেলা,মঙ্গলযাত্রা এবং সূর্যপূজা।
৯) প্রশ্ন- বলুন তো, “পহেলা বৈশাখ পালন করলে মুসলমানিত্ব যায় না” এ্টা কোন কোন গ্র্যান্ড মুফতির ফতওয়া ?
উত্তর- গ্র্যান্ড মুফতি তথ্যমন্ত্রী  হাসানুল হক ইনু।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন