শনিবার, ২ জানুয়ারী, ২০১৬

###### আহলে সুন্নাত ওয়া জামায়াতের আক্বীদা-

আহলে সুন্নাত ওয়া জামায়াতের আক্বীদা-
১৷আল্লাহ পাক নিরাকার, আল্লাহ পাক অসীম,
অনাদি, অনন্ত, চিরঞ্জীব, কারো মুহতাজ নয়৷
২৷হাবীবে খোদা ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ তিনি
আপাদমস্তক নূরের তৈরি তথা তিনি নূরে
মুজাসসাম ৷
৩৷ হাবীবে খোদা ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ তিনি প্রথম
সৃষ্টি আউয়ালুল খলক্ব, তিনি খলক্বী নূর ,জাতি নূর
নন৷
৪৷ হাবীবে খোদা ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ তিনি কারো
মতো নন৷ ৷তাঁর তুলনা কেবল ই তিনি ৷
৫৷ হাবীবে খোদা ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ তিনি
হায়াতুন নবী, তিনি হাজির-নাজির ৷
৬৷ হাবীবে খোদা ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ তিনি
মুত্তালা আলাল গইব৷
৭৷ হাবীবে খোদা ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ এর সবকিছু
পাক ৷
৮৷ হাবীবে খোদা ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ তিনি নবী
হিসেবেই সৃষ্টি ৪০ বছর বয়সে নবুয়াত দেওয়াহয় নি
কুরআন নাযিল হয়েছে৷
৯৷কুরআন শরীফ সৃষ্ট না , কুরআন হলো নাযিলকৃত৷
১০৷ হক্বানী পীর ধরা ও বাইয়াত হয়ে ইনসানে
কামিল হওয়ার কোশেশ করা ফরয৷
১১৷মাযহাব মানা ফরয ৷
১১৷ ঈদে মিলাদুন নবী ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ পালন
করা সুন্নতে ইলাহী, সুন্নতে সাহাবা ও কুরআনের
আয়াত দ্বারা ফরয৷
১২৷ প্রাণীর ছবি তোলা, বিডিও করা হারাম ৷
১৩৷মিলাদ ও ক্বিয়াম শরীফ কুরআনের আয়াত ও
রসূলের হাদীস দ্বারা ফরয৷ও সুন্নতে সাহাবা ৷
১৪৷মহিলা মসজিদে গিয়ে জামায়াতে নামায
পরা হারাম৷
১৫৷ ফরয নামায বাদ সম্মিলিত মুনাজাত জায়িয ও
সুন্নতে
হাবীবে খোদা ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ ৷
১৬৷ভোট, গনতন্ত্র হারাম৷
এইসব আক্বীদা হলো কুরআন ও হাদীসের দৃষ্টিতে
সঠিক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন