বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬

সিম কিংবা ফোন হারিয়ে গেলে সব নাম্বার এবং ছবিগুলো কিভাবে ফিরে পাবেন!


সিম কিংবা ফোন হারিয়ে গেলে সব নাম্বার এবং ছবিগুলো কিভাবে ফিরে পাবেন

আজকের আলোচনা দুটি বিষয় নিয়ে, প্রথমত হারিয়ে যাওয়া নাম্বার কিভাবে ফিরে পাবেন এবং দ্বিতীয়ত হারিয়ে যাওয়া ছবি কিভাবে ফিরিয়ে আনবেন. দীর্ঘ দিন পরে ভিন্ন ডট কমের তথ্য প্রযুক্তি ডেস্কে আপনাদের আবারো স্বাগতম,অন্যন্য বিভাগ আমাদের নিয়মিত চালু থাকলেও এই বিভাগে অনেক পোস্ট কম আছে এটা নিয়ে অনেকেই অভিযোগ করেন. কিন্তু আমরা বলতে চাই তথ্য প্রযুক্তি বিভাগের অনেক পোস্ট আমরা ট্রিপস এবং ট্রিকস পর্বে দিয়ে থাকি,সেই কারনেই এই বিভাগে পোস্ট কিছুটা কম. গত একটি পর্বে আমরা দেখিয়েছিলাম মোবাইল ফোন হারিয়ে গেলে কিংবা চুরি হয়ে গেলে কিভাবে ফিরে পাবেন,


আপনাদের সামনে আরো তুলে ধরেছিলাম বিরক্তিকর কিলারদের ঠিকানা কিভাবে খুজেঁ বের করবেন,এখানে আরো একটি বিষয় ছিলো লোকেশন ট্রাকারের মাধ্যমে কিভাবে আপনার বন্ধুর অবস্থান নির্নয় করবেন. যাহোক আজকের মুল আলোচ্য বিষয় হচ্ছে,মোবাইল কিংবা সিম নস্ট হলে কিভাবে আপনার পুরাতন নাম্বার গুলো পুনরুদ্ধার করবেন,অনেকের মোবাইল কিংবা সিম নস্ট হয়ে যাই বা এগুলো হারিয়ে ফেলেবিভিন্ন কারনে,তখন সিম রিপ্লেস করলে পুরাতন নাম্বার গুলো আর থাকে না,এই নাম্বার গুলো একবার হারিয়ে ফেললে পুনরায় সংগ্রহ করা যথেষ্ঠ কস্টকর এবং অনেক সময় এগুলো সম্ভব হয় না. কিন্তু এগুলো খুব সহজেই আপনি আজীবনের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন খুব সহজেই. প্রথমেই আপনার ফোনের গুগল প্লে স্টোরে কিংবা মেইল স্টোরে একটি জিমেইল সেট করুন,তারপর যখন কোন নাম্বার সেভ করতে যাবেন তখন সিম কিংবা ফোনের পরিবর্তে জিমেইলে সেভ করুন,নিচের ছবিতে দেখে নিন

আপনি যদি জিমেইল এ নাম্বার সেভ করেন তাহলে সিম কিংবা মোবাইল নস্ট হলেও নতুন ফোনে যখন এই জিমেইল সেট করবেন তখন আগের নাম্বার গুলো অটোমেটিক চলে আসবে

এবারে দ্বিতীয় বিষয় নিয়ে আলোচনা করা যাক ফোন হারালে কিংবা নস্ট হলে পুরাতন ছবিগুলো আর থাকবে না এটা অত্যন্ত স্বাভাবিক একটি ব্যাপার,একটি ছবি একটি পুরাতন সৃতি,অনেকেই এই পুরাতন ছবিগুলো হারিয়ে আফসোস করেন তাই তাদের জন্য আজকের এই টিপস টি আশা করি বিফলে যাবে না. আপনার ফোনের গুগল প্লে স্টোর থেকে ড্রফবক্স ডাউনলোড করে নিন,এবার একটি মেইল এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করুন. রেজিস্ট্রেশন সফল হলে আপনি ড্রফবক্সের ভিতরে ছবিগুলো আপনার ফোনের গ্যালারি থেকে আপলোড করুন কোনসময় সেট নস্ট হলে খুব সহজেই আপনি ড্রফবক্স থেকে লগইন করে এগুলো ফেরত আনতে পারবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন